সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

আম গাছে আগুনের তাপ লাগায় দিনমজুরকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : টেকনাফে আম গাছে আগুনের তাপ লাগায় রড এবং লাঠি দিয়ে পিটিয়ে গোলাম আকবর নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে।

পাঁচ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত গোলাম আকবর লালু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রিজে এলাকার নুর আহমেদ নুরুর ছেলে।

নিহতের ছোট ভাই শাহ আলম বলেন, সোমবার আমার ভাই চিংড়ি ঘের থেকে মাছ ধরে এসে তেচ্ছিব্রিজে এলাকার একটি দোকানে বসেন। তখন ওই এলাকার নজির আহমেদ, নুর আহমদ ও তার সহযোগীরা আমার ভাইকে ডেকে নিয়ে যান। এ সময় তারা আমার ভাইকে বলে- ‘তোমার বাড়িতে পাতায় আগুন দিছো, সে আগুনের তাপ নুর আহমদের গাছে কেন লাগলো’।

এ নিয়ে তাদের সঙ্গে গোলাম আকবরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত নজির আহমেদ, নুর আহমেদ, সোলতান আহমেদ ও তার সহযোগীরা আমার ভাইয়ের ওপর লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রাখে।

খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি সে মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে মারা যান।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনার বিষয়ে খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ