নিজেস্ব প্রতিবেদক : ৮০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধায় ৮০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০:১৫ ঘটিকায় দোয়ানী মোর-জলঢাকা আঞ্চলিক মহাসড়কের রমণীগঞ্জ একটেল টাওয়ার এলাকা থেকে উদ্ধার করা হয়।
দোয়ানী মোর-জলঢাকা গামী আঞ্চলিক মহাসড়কের রমণীগঞ্জ মৌজাস্থ একটেল টাওয়ার নামক স্থান হতে প্রায় ১০০ গজ পূর্ব দিকে আঞ্চলিক মহাসড়কের উপর পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।