সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

নিখোঁজ ছেলেকে ফেরত পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনায় পরিবার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : শরীয়তপুর জেলার নড়িয়া থানার পুটিয়াকান্দির বাসিন্দা অপু মাঝির ছেলে অভিজিত মাঝি। তিনি ২০২২ সালের মে মাসে নিখোঁজ হয়। তাকে ফেরত পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চায় পরিবার। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ সহায়তা চান অভিজিতের বাবা অপু মাঝি ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় অপু মাঝি বলেন, ‘২০২২ সালের মে মাসের ১৮ তারিখ সকাল ৭টার দিকে আমার ছেলে অভিজিত মাঝি তাঁর স্কুলের শিক্ষক আলমগীর মাস্টারের সঙ্গে ভ্যানে স্কুলে যায়। তারপর থেকে আমার ছেলে আর বাড়ি ফিরে আসেনি।’

তিনি আরো বলেন, ‘আমার ছেলে শিক্ষক আলমগীর মাস্টারের কাছে প্রাইভেট পড়তো। আলমগীর অজ্ঞাত কারণে ছেলেকে আরবি বই দিয়ে আরবি অক্ষর ও ভাষা শিখালে আমাদের সন্দেহ হয়। তারপর হঠাৎ সে আমার ছেলেকে অস্ত্র সজ্জিত যুবকের ছবি ছাপানো বই দেয়। আলমগীর মাস্টার আইসিটি বিষয়ক শিক্ষক। সে আরবি শিক্ষক নয় এবং আমার ছেলে তাঁর কাছে আরবি শিক্ষার জন্য প্রাইভেট পড়ত না। আমার ছেলের নিখোঁজ হওয়ার ২/৩ দিন পর একটি অপরিচিত নম্বর থেকে ৫০ হাজার টাকা দাবি করে হুমকি স্বরুপ ফোন আসে। যা থানার ওসি অবগত আছেন। তারপর আমরা আমাদের ছেলেকে না পেয়ে থানায় জিডি করেছি, কিন্তু থানায় আমাদের এজাহার গ্রহণ করে নাই, এ কারণে বাধ্য হয়ে শরীয়তপুর আদালতে মামলা করেছি।’

অপু মাঝি বলেন, ‘আমার ছেলেকে আমাদের কাছে ফেরত পেতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চাই। আমরা মনে করি, তাঁর সহায়তা ছাড়া আমরা আমাদের ছেলেকে ফেরত পাবো না।’ অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নিখোঁজ অভিজিত মাঝির মা সবিতা মাঝি, ছোট বোন অজান্তা মাঝি, ভাই সুভাষ মাঝি, ফুপু সুমা রানী ও মামা রবীন্দ্র মন্ডলসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ