নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের চাপায় হালিমা খাতুন নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পূর্বধলা বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানে স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে হালিমা খাতুন পূর্বধলা বাজারের তার ছেলে লাল চাঁনের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা–মেট্রো–ট ১২–১৯৪৪) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ডান পাশের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আরটিএ রিপোর্ট সম্পন্ন করতে তা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।