সোনারগাঁয়ে ৫৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়েছে প্রশাসন। বুধবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারে মৎস অফিস, নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৫৬১ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এর মধ্যে ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল ও ৬১টি বস্তা কারেন্ট জাল রয়েছে। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিমের নেতেৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নৌ পুলিশের এ এস পি মো. নূরুুল আমিন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুন নাহার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার ও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেনসহ ৬১ জনের একটি টিম অংশ নেয়। অভিযানের খবর পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা তাদের দোকান ও গোডাউন ফেলে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিমের নেতৃত্বে ১৬ টি দোকান ও ৪ টি গোডাউনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৫৬১ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়। সন্ধ্যার পর অভিযান শেষে ওই জালগুলো পার্শ্ববর্তী মেঘনা নদীর তীরে নিয়ে প্রশাসনের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়। উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুন নাহার জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র আনন্দবাজারে বিক্রি নিষিদ্ধ এ অবৈধ জালের ব্যবসা করছে। এসব জাল ব্যবহার ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ জাল ব্যবহার করলে পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ সবই ধরা পরে যায় ফলে মাছের প্রজনন ও বিস্তার নষ্ট হয়। প্রশাসনের পক্ষ থেকে আনন্দবাজারে অভিযান চালিয়ে ৫৬১টি বস্তা নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. ইব্রাহিম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।