মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
সোমবার, ৪ মার্চ, ২০২৪
-
৩২
প্রদর্শন করেছেন
গুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনার মাটির নিচ থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকার মোস্তাফিজুর রহমান স্বাধীন নামের এক ব্যক্তি বাড়ি সংস্কারের কাজ করছেন। ওই বাড়ির কাজের জন্য আঙিনার মাটি খনন করতে গেলে গ্রেনেড সাদৃশ্য তিনটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আমাদের বাড়ির পাশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্রেনেডগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। মাটি খনন করতে গিয়ে সেসব বেরিয়ে এসেছে।’ বগুড়া সদর থানার ওসি বলেন, ‘মাটির নিচে থাকায় ওই বস্তুগুলোর কার্যকারিতা আছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে।তারা এসে বস্তুগুলো সক্রিয় থাকলে তা নিষ্ক্রিয় করবে।’
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ