ফারহান আখতারের পরিচালিত সিনেমা ‘ডন থ্রি’ তে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। বলিউড হাঙ্গামার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ সিনেমার জন্য কিয়ারা ফারহান আখতারের কাছ থেকে নিচ্ছেন ১৩ কোটি রুপি! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ সিনেমার পারিশ্রমিক থেকেও নাকি বেশি চেয়েছেন ‘ডন’-এ অভিনয়ের জন্য। আপাতত ‘ডন ৩’ সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। বিয়ের পর থেকেই যেন সিদ্ধার্থ মালহোত্রা ঘরনির বৃহস্পতি তুঙ্গে। একের পর এক ছবি হিট। বর্তমানে কিয়ারার হাতে ‘ওয়ার ২’। এই সিনেমার জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন থ্রি’র মোট অর্ধেক! কিয়ারা আদভানি কিছুটা পরিচিতি পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে।তাকে মূলত তারকা খ্যাতি দেয় ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কবির সিং’। এরপর থেকে দারুণ দাপটে বড় বড় ছবি করে চলেছেন সুদর্শনা এই অভিনেত্রী।