র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ০৪ মার্চ ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে লোহার তৈরি ০৪ (চার)টি ছোট বড় রোলারের ভিতর রক্ষিত অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ আঃ জলিল (৩৪), মোঃ মহিউদ্দিন সরদার, মাতা-মোসাঃ জোৎস্না বেগম, সাং-সাইখ্যা, পোঃ-গোসাইরহাট, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব -১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।