চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বেসরকারি হাসপাতালের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগ্রাবাদে ইসলামী ব্যাংক হাসপাতালের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধরা হলেন—ফাহাদ, জহির, মাসুম ও নয়ন। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।