টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজটি ১-১ এ সমতায় আছে ফলে দু’দলের জন্য ম্যাচটি ‘অলিখিত ফাইনাল’। সিরিজ নির্ধারনী ম্যাচে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩ রানের হার দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। শান্তর অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের জয় পায় টাইগাররা। সিরিজে সমতা এনে বেশ আত্নবিশ্বাসী শান্তর দল। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে শ্রীলঙ্কা। তবে এই ম্যাচ জিতে সিরিজ জিততে চায় লঙ্কানরা।