সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

রাজবাড়ীতে ভ্যান-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল এক যাত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩১ প্রদর্শন করেছেন
রাজবাড়ীর কালুখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হজরত আলী মণ্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়ালপাড়া গ্রামের বাসিন্দা। আহত ভ্যানচালক বাপ্পি মল্লিক স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে। নিহতের ছেলে নয়ন আলী মণ্ডল বলেন, আমার বাবা ভোরে সাহরি খেয়ে নামাজ পড়ে পেঁয়াজভর্তি ভ্যান নিয়ে পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক পানিতে পড়ে আছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ