সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

অ্যাটর্নি জেনারেল হিসেবে এবার যাকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল পদে অভিজ্ঞ প্রসিকিউটর পাম বন্ডিকে মনোনীত করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই ম্যাট গায়েৎজ তার নাম প্রত্যাহার করে নেন।

 

আইন প্রয়োগ নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাম বন্ডির। তিনি আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত এক সহচর পাম বন্ডি। প্রথম সিনেট ইমপিচমেন্ট ট্রায়ালে বন্ডি তার আইনজীবী দলের সদস্য ছিলেন। নিউইয়র্কে ‘হাশ মানি’ বা মুখ বন্ধ রাখার অর্থ সংক্রান্ত মামলায় আদালতে উপস্থিত হয়ে প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন জানান তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, পাম বন্ডি প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর ছিলেন। তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এবং ফ্লোরিডার পরিবারগুলোর জন্য সড়কগুলোকে নিরাপদ করেন।

সিনেট নিশ্চিত করলে পাম বন্ডি দেশের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন। তিনি বিচার মন্ত্রণালয়ের এক লাখ ১৫ হাজারের বেশি কর্মচারী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলার (৩৫.৭ বিলিয়ন পাউন্ড) বাজেটের দায়িত্বে থাকবেন।

বৃহস্পতিবার সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গায়েৎজ।

এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ম্যাট বলেন, তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাচ্ছেন। ঝগড়া করে সময় নষ্টের সুযোগ নেই ওয়াশিংটনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ