উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। গত দুই দিনে শীতের তীব্রতা যেন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গতকাল সন্ধ্যার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। গতকাল থেকে এখন অব্দি নেই সূর্যের দেখা।
নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার দিনমজুর আবু বক্কর বলেন, দিন আনি দিন খাই আমরা। শীতের জন্য ঘরে বসে থাকলে তো আর ঘরে ভাত হবে না। এ বছর অনেক আগেই শীত নামছে। গত শীত মৌসুমে জানুয়ারি মাসে যে শীত ছিল এবার মনে হচ্ছে এখনই তার থেকে বেশি হচ্ছে। শীতে অনেক কষ্ট হচ্ছে, পেটের কথা চিন্তা করে এই শীতের মধ্যে কাজ করা লাগতেছে।
নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে একটু বেশি। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী ২ দিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।