ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশটির সরকারের কাছে নতুন করে সুবিধা চেয়েছে ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের ২ বিলিয়ন ডলারের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের কর পরিশোধের ক্ষেত্রে দেশটির সরকারের কাছে নতুন করে এই ছাড় চেয়েছে কোম্পানিটি।
ব্লুমবার্গ বলছে, গত আগস্টে ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রণালয় আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রি করার অনুমতি দেয়। কিন্তু কেন্দ্রটি রাজ্যের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) হওয়ায় আদানি পাওয়ার বিদ্যুৎ বিক্রিতে সমস্যার মুখোমুখি হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
একই সঙ্গে কোম্পানিটি আমদানি করা কয়লার ওপর শুল্ক মওকুফ রাখার জন্যও অনুরোধ করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানিয়েছেন। এক হাজার ৬০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্রে আমদানি করা কয়লা ব্যবহার করে আদানি।
গড্ডায় অবস্থিত আদানির এই কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয়, তা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ। গত সেপ্টেম্বরের শেষে বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির বকেয়ার পরিমাণ ৭৯ কোটি ডলারে পৌঁছায়। তবে গত অক্টোবরে আদানি পাওয়ারকে বাংলাদেশ কিছু বকেয়া পরিশোধ করেছে।