শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

নববর্ষের দিনে মা ও চার বোনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

নববর্ষের দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ভারতের লক্ষ্ণৌও। সেখানে একটি হোটেলে নিজের মা এবং চার বোনকে নিজ হাতে খুন করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে তারা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আরশাদ (২৪) নামের ওই অভিযুক্ত ব্যক্তি আগ্রার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই তিনি তার মা ও চার বোনকে হত্যা করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরশাদ তার চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রাহমিন (১৮) এবং তার মা আসমাকে খুন করেছেন। তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সেন্ট্রাল লক্ষ্ণৌর ডেপুটি পুলিশ কমিশনার রাভিনা তিয়াগি জানিয়েছেন, রাজ্যের নাকা এলাকায় অবস্থিত হোটেল শরনজিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই আরশাদকে গ্রেফতার করা হয়।

তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হয়েছে বলেও জানানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।

এর আগে ভারতের মহারাষ্ট্রের পারভানী জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে পারভানী গঙ্গাক্ষেত নাকাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা মহারাষ্ট্র শহর থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে।

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন এবং আর্তনাদ করতে থাকেন। ময়নার বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ