সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাদরাসা ছাত্রকে খুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন
 ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাহাবুবুর রহমান নিলয় নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্র খুন হয়েছে নড়াইলের কালিয়ায়। শুক্রবার রাত ১২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নিলয় মোল্লা নড়াগাতি থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। এ সময় নিলয় এর সঙ্গে থাকা তামিম খান নামে আরেক শিক্ষার্থী আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে। এলাকাবাসী জানায়, ১০/১৫ দিন আগে এলাকার টোনা ব্রিজের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত তরে ব্রাহ্মণপাটনা গ্রামের শাকিল খান এক কিশোর। এ সময় নিলয় ঘটনাটি দেখে শাকিল খানকে বাধা দেয়। এ সময় শাকিলকে থাপ্পর দিয়ে বলে ‘মেয়েদের দিকে চোখ তুললে ভালো হবে না’। এরপর শাকিল তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার জেরে গতকাল শুক্রবার রাতে নিলয় মোল্লা ও তামিম খান পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান তাদের ওপর হামলা করে শাকিল খান ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেয়। এর কিছুক্ষণ পর নিলয়কে পাশে ডেকে নিয়ে চাকু ও রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় তামিমও রামদায়ের কোপে আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় নিলয়কে উদ্ধার করে প্রথমে বড়দিয়া হাসপাতালে ও পরে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। খুনিদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ