মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

তিন নারীর গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪ প্রদর্শন করেছেন

নারী দিবস ২০২৪ এ  তিনজন নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। গল্পে এমএলএম প্রতারণার শিকার হন ওই তিন নারী। তাঁদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মাণ করেছেন এই ক্রাইম থ্রিলার। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান। নাটকের গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী একত্র হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ নয়। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যৎও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এত দিন নিজেকে রেখেছে সবার ধরাছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন? গল্প প্রসঙ্গে পরিচালক ফরহাদ আহমেদ বলেন, “আমাদের দেশে কয়েক দিন পরপরই বড় বড় জালিয়াতচক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েক দিন পরপরই এ রকম ঘটনা আমরা দেখি সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ‘ক্রিমিনালস’-এর গল্প তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটাকে অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়।হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম জানান ৮ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ক্রিমিনালস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ