কুমিল্লাতে ৪৬৯ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেল
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
-
৩৫
প্রদর্শন করেছেন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল-ফাজিল মাদরাসার সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে এসএসসি/দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদরাসার ৪৩২ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জনসহ মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টিআই উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোশারেফ হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, আজকে আমার সামনে যে শিক্ষার্থীরা বসে আছে তারাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে সকল শিক্ষার্থীকে অবশ্যই মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে হবে। মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে হলেও সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন বলেন, পরিবার একটি নৈতিক শিক্ষার জায়গা, এই জায়গাটি সবার ঠিক রাখতে হবে। তাহলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত বলে গণ্য হতে পারে। তাই আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব- তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই নৈতিক শিক্ষার জায়গাটিকে অর্থাৎ পরিবারকে ঠিক রাখবে। আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন সব সময় অসহায়-দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ কববে।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ