বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

সিলেট টেস্টে বিশাল হারের পর যা বললেন শান্ত

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৭ প্রদর্শন করেছেন

সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। সেই টার্গেটে ব্যাট করতে নেমে মুমিনুল হকের ফিফটিতে ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। ৩২৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিশাল হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ধানাঞ্জায়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিলো। আমাদের বোলাররাও দারুণ বোলিং করেছে। নতুন বলে আমাদের আরও উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে এটা নিয়ে কাজ করতে হবে।’ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে একা লড়াই করে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। বাঁহাতি এই ব্যাটারের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। শান্ত আরও বলেন, ‘তিনি (মুমিনুল) চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ