সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

২ দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ তথ্য দেন।

তিনি জানান, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।

চুনারুঘাট থানায় পরের দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

এ মামলায় তাকে টাকা দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। পুরোপুরি তদন্ত শেষে পুলিশ এ ব্যাপারে কথা বলবে। ’

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, চুনারুঘাটের মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর জন্য প্রস্তুতি চলছে।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও ব্যারিস্টার সুমন আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ