মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিসিকে একটি গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটান ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।

কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ