জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করতে আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।
চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খ. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
গ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।
ঘ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।
ঙ. ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সে সকল আবেদনগুলোও আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।