রাজধানীর পৃথক জায়গায় ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক সময়ে এ দুটো ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খিলগাঁওয়ে গৃহবধূ নাইমুন নাহার মিতু (২০) ও লালবাগে নির্মাণ শ্রমিক মো. নয়ন মিয়া (২২)।
মিতু কুমিল্লা জেলার লাঙ্গলকোড উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। অন্যদিকে নয়ন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুপুর দুইটার দিকে সাত তলা একটি ভবনের ছাদে কাপড় শুকানোর সময় নিচে পড়ে যান মিতু। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে লালবাগ থানাধীন আজিমপুরে একটি নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮ তলার উপর থেকে পড়ে নয়ন মিয়ার মৃত্যু হয়। তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।