সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

রপ্তানি আয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে দেশে রপ্তানি আয় বাবদ এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় পৌনে ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে হোমটেক্সটাইল পণ্যের।

এ ছাড়া নভেম্বরে আসা রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকেই। বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

এই সময়ে হোমটেক্সটাইলে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। সেইসঙ্গে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ। তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে এক হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ