সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাজেকে পর্যটকদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক যাওয়ায় প্রশাসনের এক দিনের নিরুৎসাহের পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে পুনরায় পর্যটকরা ভ্রমণে যেতে পারছেন। 

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় বাঘাইহাট ক্যাম্প থেকে প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওনা দিয়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পর্যটকরা নিরাপদে সাজেকে আসতে পারছেন। প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী নিরাপত্তা আরও বাড়িয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। কয়েকদিন এই অভিযান পরিচালনা করা হবে। সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে। পর্যটকদের সাজেক ভ্রমণে কোনো সমস্যা নেই।

এর আগে সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গতকাল বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ