শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের কাছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। 

সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার প্যারিসে আয়েবা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহ্বান জানানো হয় সরকারের কাছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজ করা, বিদেশে প্রতিটি দেশে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট দালাল-মুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করা, জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড দেওয়া, প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ এবং অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য কমাতে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কোঅর্ডিনেটর তানবির সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা যোগ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ