সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে— এমন খবরে ওই শাখার সামনে অবস্থান নিয়েছে সাধারণ জনতা। খবর পেয়ে সেখানে গেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। তারা শাখাটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে পড়ে ডাকাত দলের সদস্যরা। শেষ খবর পাওয়া অনুযায়ী— ডাকাতরা এখনো ভেতরে অবস্থান করছেন। মাইকিং করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকে ডাকাত ঢোকার খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়। পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ব্যাংকের শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলে।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ