সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

মহাখালী বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

মহাখালী আন্তঃজেলা বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। সে লক্ষ্যে সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এই কমিটি টার্মিনাল দুটির রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ করবেন। পাশাপাশি সম্ভাব্য আদায়ের পরিমাণ ও ইজারা মূল্য নির্ধারণ করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপককে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপককে (বাস টার্মিনাল)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ