শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামে ‘ডেভিল হান্টে’ গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

কুড়িগ্রামে বিশেষ অভিযান ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেফতারকৃতরা হলেন- মো. আছমত আলী (৪৫), মো. সাইদুর রহমান (৪৯), মো. আমিনুল ইসলাম বসুনিয়া তোতা (৫০), মো. আব্দুল জব্বার খন্দকার (৭০), মো. শাহজালাল (৫২), মো. বদরুল ইমাম মিলটন (৩১), মো. মনসুর আলী (৫৪), মো. জাহেদুল ইসলাম বতু (৪৫), মো. শাহজাহান আলী (৫৫), লোকমান হোসেন লিমন (২৭), জুলহাস মিয়া (৬২), জাহিদুল ইসলাম (৩০), জাহেদুল ইসলাম (৩৮), সুনিল কুমার শর্মা (৪৫), আলমগীর হোসেন আলম (৩৫) ও আনোয়ার হোসেন (৪০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ