ডেভিড ওয়ার্নার তাঁর বিদায়ী টেস্টের আগে হারিয়ে যায় ব্যাগি গ্রিন ক্যাপ। যে বিষয় গড়িয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত। ওয়ার্নার এরপর তাঁর ক্যাপফিরে পেয়েছেন।সিডনিতে ঘরের মাঠে বিদায় বলেছেন দীর্ঘ সংস্করণের ক্রিকেটকে। এরপর হেলিকপ্টারে ভাইয়ের বিয়ে থেকে সরাসরি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এসে জন্ম দিয়েছেন নতুন আলোচনার।ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানো এবং খুঁজে পাওয়ার ঘটনার বিস্তারিত। সে প্রতিবেদনে বলা হয়েছে, আদতে ওয়ার্নারের যে ব্যাকপ্যাকে ব্যাগ্রি গ্রিন দুটি ছিল, সেটি জায়গা থেকে নড়েইনি। মেলবোর্ন থেকে সিডনিতে আসা পর্যন্ত সেটি ছিল জায়গামতোই।এয়ারলাইনস কোম্পানি কোয়ানটাস, টিম সিকিউরিটি এবং মেলবোর্ন ও সিডনির হোটেলের স্টাফরা যখন ওয়ার্নারের ওই ব্যাকপ্যাক খুঁজে হয়রান, সেটি আসলে সিডনির ডাবল বের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের টিম রুমে অন্য ব্যাগগুলোর সঙ্গেই ছিল। ৩১ ডিসেম্বর মেলবোর্ন থেকে সিডনিতে এসেছিল ৬৪টি ব্যাগ। একজন সাপোর্ট স্টাফ ঘটনাক্রমে ওয়ার্নারের ব্যাগটি দেখেছিলেনও।তবে এরপরও কেন সেটি হারিয়ে গেছে বলে চাউর হলো, সেটি বোঝা যাবে নিচের ঘটনাক্রমে।ওয়ার্নারের ব্যাকপ্যাকটি ছিল একটি ‘হাফ কফিন’ ক্রিকেট ব্যাগে। সাধারণত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা তাঁদের ছোটখাটো সরঞ্জাম এমন ব্যাগে বহন করেন। তবে হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি খুব সম্ভবত কোথায় থাকতে পারে, সে প্রসঙ্গে ওয়ার্নারকে জিজ্ঞাসা করা হলে তিনি তিনটি ‘ফুল কফিন’ ব্যাগের কথা বলেছিলেন।