নাটোর সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ধরে জেলাজুড়ে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ডায়রিয়া, সর্দিজ্বর, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। আক্রান্তের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। একাধিক শিশুর অভিভাবকরা জানান, তীব্র শীতের কারণে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। দু-এক দিন চিকিৎসা নেওয়ার পরে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ চন্দনা দেবনাথ জানান, গত তিন দিনে ৩০ জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছে। নানা সীমাবদ্ধতা ও রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন আক্রান্তদের সেবা নিশ্চিত করতে।এ ছাড়া শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন খেটে খাওয়া মানুষ। তারা দৈনন্দিন কাজ ঠিকমতো করতে পারছেন না। জীবিকা নির্বাহে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শৈত্যপ্রবাহ।