প্রেক্ষাগৃহে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ পরিচালিত সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এই সিনেমায় অভিনেত্রী হিসেবে আবার দীপিকাকেই বেছে নিয়েছেন সিদ্ধার্থ। মুখ্যচরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং হৃতিক রোশনের মতো বলি তারকাদের। তবে এই সিনেমায় প্রথম ঝলকে নজর কেড়েছেন খলনায়ক। কে খল চরিত্রে অভিনয় করেছেন?বাঁ চোখের মণির অর্ধাংশ লাল, বাঁ দিকের গালের ওপর ক্ষতচিহ্ন। কপালে এবং ঠোঁটের পাশে কাটা দাগ। ‘ফাইটার’ ছবির প্রথম ঝলকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধরা দিয়েছিলেন ঋষভ চাহানী।‘ফাইটার’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ঋষভ। হৃতিকের সঙ্গে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।অভিনয়ের সঙ্গে সাম্প্রতিককালেই যোগ হয়েছে ঋষভের। বড় পর্দায় এই প্রথম আত্মপ্রকাশ তার। ২৮ বছর বয়সী ঋষভ মডেলিংয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। খ্যাতনামা পোশাকশিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।