মিঠুন চক্রবর্তী ও ঊষা উথুপকে পদ্মভূষণ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এ বছর মার্চ অথবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি।৮৭ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। বৈজয়ন্তীমালার ঝুলিতে আছে ‘নয়া দৌর’, ‘সাধনা’, ‘মধুমতী’-র মতো অসংখ্য ছবি। তাঁকে পদ্মবিভূষণের জন্য নির্বাচন করা হয়েছে।মিঠুন চক্রবর্তীক ৮০–৯০ দশকে তিনি হিন্দি ছায়াছবির দুনিয়ায় রীতিমতো রাজত্ব করেছেন। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মধ্য দিয়ে অভিষেক হয়েছিল মিঠুনের। ‘ডিস্কো ডান্সার’, ‘কমান্ডো’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘গুলামি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্যায়ার কা মন্দির’, ‘ঘর এক মন্দির’সহ আরও সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই বলিউড সুপারস্টার।ঊষা উথুপ ভারতের প্রথম পপ তারকা। মাত্র ৯ বছর বয়সে তিনি প্রথম পারফরম্যান্স করেছিলেন। ক্যারিয়ারের শুরুতে ঊষা নাইট ক্লাবে গান গাইতেন। তাঁর গায়কীতে মোহিত হয়েছিলেন প্রয়াত বলিউড অভিনেতা তথা চিত্রনির্মাতা দেব আনন্দ। তিনি ঊষাকে তাঁর ছবি ‘বোম্বে টকিজ’-এ গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রথমবার তিনি কোনো ছবির জন্য গান গেয়েছিলেন। হিন্দি, ইংরেজি ছাড়া ঊষা বাংলা, গুজরাটি, মারাঠি, ডোগরিসহ আরও ১৬টি ভাষায় গান গেয়েছেন। এ ছারা কোনিডেলা চিরঞ্জীবীকে এ বছর মার্চ অথবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি।। ২০০৮ সালে অন্ধ্রপ্রদেশে এক রাজনৈতিক দল প্রজা রাজ্যম পার্টির শুরু করেছিলেন তিনি। ২০০৬ সালে এই দক্ষিণি মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। এবার তাঁকে দেওয়া হবে পদ্মবিভূষণ। বহু সুপারহিট ছবির নায়ক চিরঞ্জীবী।