অনলাইন ডেস্ক : এবাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবারের খেলায় টস জিতে কুমিল্লাকে বোলিংয়ে পাঠিয়েছে সিলেট।বারের বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে লিটন দাসের দলের।
অন্যদিকে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট। ১০ ম্যাচে মাত্র ৩টি জয়ের দেখা পেয়েছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে নম্বরে আছে তারা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, জনসন চার্লস, তাওহিদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনিল নারিন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, আলিস ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সমিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম।