বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

সুমি শবনমের নতুন গান

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : বর্তমানের বাংলা গানের এক আলোচিত নাম সুমি শবনম। পরপর একাধিক গান উপহার দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার আসছে তাঁর নতুন গান ‘সুজন মাঝি’।

জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রাব্বি চৌধুরী।

গানটিতে মডেল হয়েছেন রাব্বি  চৌধুরী, মুকুল জামিল ও রুশা। শুটিং হয়েছে রাজধানীর পুবাইলে। গানটি প্রসঙ্গে সুমি বলেন, ‘গানটি চার বছর আগে রেকর্ড করা হয়েছিল। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প আছে। এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস।’

তিনি আরো বলেন, “এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এ ছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও তারা পছন্দ করেছিল। আশা করছি ‘সুজন মাঝি’ গানটিও সকল মাইলফলক ছাড়িয়ে যাবে।

গানটি প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ ৫০১টি ডিজিটাল প্ল্যাটফরমে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ