সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

বিনা প্রতিদ্বন্ধিতার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪০ প্রদর্শন করেছেন

সোনারগাঁওয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। এ উপলক্ষে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। এর আগে তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছিলেন। শুক্রবার সকালে নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ ঘোষণা করেন। মতবিনিময় সভায় সামসুল ইসলাম ভূইয়া বলেন, আমি ২য় বারের মত উপজেলা পরিষদ নির্বাচন করব। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, মিরকুন্ডী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহানসহ অনেকে উপস্থিত ছিলেন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত মোশারফ হোসেনের মৃত্যুর পর এ পদ শুন্য হলে সেখানে উপ-নির্বাচন হয়। সেই নির্বাচনে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে দলীয নৌকা প্রতিক দেয়া হয়। তাকে নৌকা প্রতিক দেয়ায় আওয়ামীলীগের কোন প্রার্থী তার সাথে প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহন না করায় ২০২১ সালের ২২ সেপ্টেম্বর তারিখে তাকে চেয়ারম্যান ঘোষনা করে নির্বাচন কমিশন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ