বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতির শ্রদ্ধা নিবেদন (বিপিজেএ)
অনলাইন ডেস্ক
-
প্রকাশের সময়ঃ
শুক্রবার, ১ মার্চ, ২০২৪
-
৩৯
প্রদর্শন করেছেন
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে । আজ শুক্রবার নরসিংদীর মাধবদী পৌরসভাস্থ ড্রিম হলিডে পার্কে বিপিজেএ’র ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহতদের আত্মার শান্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, বিপিজেএ’র সভাপতি হারুন-আল রশীদ প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠানে যাদুশিল্পী পি সি সাহার একটি ম্যাজিক শো প্রদর্শন করেন। এরআগে স্পিকারসহ অতিথিবৃন্দ সেখানে পৌঁছলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিথিবৃন্দ বিপিজেএ’র সদস্য ও তাদের পরিবার-পরিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ