সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

দ্বাদশ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় ১৬ কোটি ৮১ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৬৬ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সারাদেশে আ.লীগের দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় ফরম বিক্রির মাত্র চার দিনে ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

আ. লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১৮ নভেম্বর,শনিবার) তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

শুধু মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটি চার দিনে প্রতি দিন গড়ে ৪ কোটি ২০ লাখ টাকারও বেশি আয় করেছে। যদিও শেষ দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি ধীরগতি দেখা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রস্তুতি নেওয়া হয়। প্রথম দিন (শনিবার, ১৮ নভেম্বর) ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়, দ্বিতীয় দিন (রবিবার, ১৯ নভেম্বর) ১ হাজার ২১২টি ফরম বিক্রি হয়, তৃতীয় দিন (সোমবার, ২০ নভেম্বর) ৭৩৩টি ফরম বিক্রি হয় এবং সর্বশেষ (মঙ্গলবার, ২১ নভেম্বর) ৩৪৩টি ফরম বিক্রি হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের দলীয় মনোনয়ন ফরম ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩০টি বিক্রি হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, খুলনায় ৪১৬টি, রাজশাহীতে ৪০৯টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, বরিশালে ২৫৮টি এবং সিলেট বিভাগে ১৭২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানাগেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা কমে গেলেও ২০১৮ সালের তুলনায় আওয়ামী লীগ অনেক বেশি আয় করেছে। সে সময় দলটি ৪ হাজার ১০০ ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকা আয় করেছিল।

এবার বর্ধিত আয়ের পেছনে মূলত রয়েছে মনোনয়ন ফরমের ফি বৃদ্ধি। ২০১৮ সালে প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা, এ বছর তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এই বছর মোট ৩ হাজার ৩৬২টি ফরমের মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে মাত্র ১২১টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ