সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

সিলেট রেলস্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৭৯ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেসের একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কোচের ১৭টি আসন পুড়ে যায়। অগ্নিনির্বাপণের পর কোচটির সিটের নিচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। বোতল দুটিতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে সিলেট দক্ষিণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জানান, আমরা রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা নাশকতামূলক কাজ।

ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। রেলস্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ধোঁয়া দেখা যায়। কোচটির ভেতর থেকে দুটি বোতল পাওয়া গেছে যাতে পেট্রোলের গন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা দেশব্যাপী চলমান নাশকতার অংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ