সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

সাবেক এমপি কায়সার দলীয় মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মামুন আহমেদ রাশেদ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩০ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকার মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত।আজ বিকেলে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা করেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই ঘোষনায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক এমপি আবদুল্লাহ্ আল কায়সার হাসনাতের নামটি ঘোষনা করা হয়।

কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্তের কথা সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের কাছে পৌঁছলে নেতা কর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠেন। সাবেক এমপি আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত এর মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাবেক এমপি কায়সার হাসনাত কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।

মামুন আহমেদ রাশেদ বলেন, আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি ও চারদলীয় ঐক্যজোটের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে ৮২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এরপর থেকে মহাজোটের কারনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আওয়ামীলীগের দলীয় আসনটি ছেড়ে দিতে হয়। আসনটি ছেড়ে দিলে জাতীয়পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এই আসনটি দখল করে নেন। দীর্ঘ ১০ বছর পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে আবদুল্লাহ্ আল কায়সার হাসনাতকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ