নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে বাসের জন্য অপেক্ষামান এক যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ সরোয়ার সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের জন্য অপেক্ষামান যাত্রীর হেফাজতে থাকা ১ (এক) কেজি গাঁজাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আজ বুধবার (০৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের সড়াইল কুট্টাপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো ঢাকা জেলার উত্তরখান থানার চামরখান এলাকার মোছাঃপারভীন আক্তার সুমি (৩২)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।