বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বিজয়ের মাসে বিজয় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান খান (রিপন)।
এক বার্তায় তিনি বলেন, এ মাস বাঙালি জাতির বিজয়ের মাস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় যাদের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি আমি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার কারণে আমরা আজ বাংলাদেশ পেয়েছি।
নাসিক কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন আরও বলেন, আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং পাশাপাশি সেই সকল বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যে সকল বীর মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”