বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর, শনিবার) সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ মজনু শাহ পার্ক বিজয় স্তম্ভে ও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিজয় দিবসের এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহাবুব খাঁন, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বী, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।