বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গঠিত এ কমিটিতে তাঁকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো।
তিনি আরও বলেন, আমাকে প্রথমবারের মতো সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সোনারগাঁও বাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।