সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতাদের হাতে পুরস্কার তুলে দিলেন – ইঞ্জিনিয়ার মাসুম

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের সকল জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ (১২ ফেব্রুয়ারি, সোমবার) সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বিজয়ী প্রতিযোগীতাদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কানিছ ফাতেমা, স্বপ্না ঘোষ, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান, মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ