মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন করতে হবে – এমপি আব্দুল্লাহ্ আল কায়সার

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ মার্চ,শনিবার) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ফিরোজ জামান মোল্লা, যুগ্ন আহ্বায়ক ড. আতিক উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে হবে। সেজন্য পাঠদানে বাস্তব উপযোগী বিষয় ও হাতে কলমে শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে।শিক্ষার্থীদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে তাদের সব সময় বাস্তব জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমি আলোচনা করে তাদের ভবিষৎ স্বপ্ন ও সৃজনশীলতার বিকাশে করনীয় জানতে চাইব। আমার মনে হয় মেঘনা শিল্পনগরী মডেল স্কুল এন্ড কলেজে স্মার্ট বাংলাদেশ গড়তে অনেক কিছুই রয়েছে। যা আমার দেখা মতে অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে এই বিদ্যালয় অনেকদুর এগিয়ে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থী তথা বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার সুযোগ তৈরী করতে হবে। এক্ষেত্রে আমরা ব্যর্থ হলে বাংলাদেশ একদিন মেধাশূন্য হয়ে পড়বে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নশীল হতে হবে। একটি শিশু শুধু একটি পরিবার কিংবা সমাজের সম্পদ নয় সে দেশের সম্পদ। শিক্ষকদের জন্য সরকার সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করেছেন। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজ দায়িত্বে কোন ভাবেই অবহেলা করা যাবে না।

অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত সকল অতিথিরা।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান, দিপু, মীম ও লোকমান এ বছরের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মঞ্চ মাতিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ