সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

অবশেষে ভাইরাল যুবক হাইওয়ে পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৪৬ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল অংশে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

১৭ মার্চ, রবিবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।

জানাগেছে আটককৃত যুবকের নাম রবিউল (২৬)। সে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাব হোসেনের ছেলে।

শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুউদ্দিন জানান, আটককৃত ব্যক্তি বেআইনিভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে পারাপার বাবদ অর্থ আদায় করছিল। বিভিন্ন গণমাধ্যম কর্মীও সাধারণ মানুষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করি। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, আজ ১৭ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনের অংশ যাত্রীরা নেমে সড়ক পারাপারের উপায় না পেয়ে রবিউলের মইয়ের সাহায্য নেন। এর বিনিময়ে সে প্রতিজন মানুষের কাছ থেকে ৫ টাকা করে আদায় করে। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ