শহীদুল ইসলাম শাহেদ (টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে মাঠে নেমেছে নৌবাহিনী। এরই মধ্যে এ বাহিনী পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়।’ পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ঐ দিন দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হাজার ৭১৭ ইউনিট ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। জাহাজের নৌ-সদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরিচ্ছন্নতা অভিযানে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ করেন।
সেন্টমার্টিন দ্বীপে আগত ভ্রমণপ্রেমী পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরেন এ বাহিনীর সদস্যরা।
এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা করছেন তারা।