নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে পেশাজীবীদের ভাবনা শীর্ষক সেমিনার বঙ্গবন্ধু পেশাজীবী লীগের। ২৭ জুন, বৃহস্পতিবার বাদ আছর রাজধানীর মিরপুর ছিন্নমূল বনিক সমবায় সমিতির কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে পেশাজীবীদের ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাএলীগ ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সংগঠন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সন্মানিত সদস্য সাংবাদিক মোঃ খবিরুজ্জামান বাচ্চু।
আলোচনায় অংশগ্রহণ করেন: বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, অর্থসম্পাদক ও পর্তুগাল আওয়ামী লীগ নেতা এস এম আশরাফুল আলম, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুম জাহিদ মাসুদ, সহ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু ও কৃষিবিদ হাসান রুহি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম ও মোঃ হানিফ হাজারী।
ঢাকা মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শেখ জামাল উদ্দিন, মাহবুবুর রহমান জাকির, ডা: হাবিবুর রহমান, মতিন বিশ্বাস, নুরুন নাহার লতা, আফজাল চৌধুরী, মাহবুব হান্নান, মোঃ হাবিবুর রহমান সহ প্রমূখ নেতৃবৃন্দ।