দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, বৈঠক উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তাজভীরুল ইসলাম ও বিএনপি নেত্রী শামা ওবায়েদ।
এর আগে গত রোববার বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঙ্গে বৈঠক করে বিএনপি।